চাঁপাইনবাবগঞ্জে আম্বার আইটির ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আম্বার গ্রুপের আইটি প্রতিষ্ঠান আম্বার আইটির চাঁপাইনবাবগঞ্জে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সোমবার সকালে উদ্বোধন করা হয়।
শহরের সন্ধা কমিউনিটি সেন্টারে আম্বার আইটির চাঁপাইনবাবগঞ্জ জেলার ব্যবসায়ীক প্রতিনিধি মো. শহিদুল ইসলাম সরকার সভাপতিত্ব করেন।
উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সামিউল হক লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো. বায়েজিদ সরকার, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, আম্বার গ্রুপের উর্ধতন ব্যবস্থাপক( ব্যবসা উন্নয়ন) এস এম মহসীন আলম, সদর উপজেলা যুব লীগের সভাপতি আসাফুদ্দৌলা।
আম্বার আইটির উর্ধতন কর্মকর্তা এস এম মহসীন আলম জানান, আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা বাংলাদেশে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বাসাবাড়িতে ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওয়াইফাই এ নিরবিচ্ছিন্ন সংযোগ, ফ্রী কল,ফ্রী আইপি টিভি সংযোগসহ বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে প্যাকেজ রয়েছে আমাদের আম্বার আইটির।
পরে সার্কিট হাউস মোড় শাহীবাগে আম্বার আইটির অফিস উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।পোস্টটি শেয়ার করুন
Source: chapaitribune.com